সহিংসতায় আনারস প্রতীকের কর্মী ও বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস দাসের বাড়ি ভাঙচুর-দৈনিক ভোরের বার্তা
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে কালিয়া উপজেলা সদস্য জয়ী প্রার্থী কতৃক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছে বিজয়ী প্রার্থী খাঁন শাহিন সাজ্জাদ পলাশ ও তার সমর্থকরা।
গতকাল এঘটনায় জীবনের ঝুঁকিতে রয়েছে মুক্তিযোদ্ধা ও তার পরিবার।হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের মৃত সুরেন্দ্রনাথ দাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস দাস।
হামলার শিকার বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস দাস জানান, জেলা পরিষদ নির্বাচনে আমার ছেলে দেবাশীষ দাস আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুভাষ বোসের আনারস প্রতীকের কর্মী হওয়ার কারণে আজকের এই হামলা করেছে আমাদের গ্রামের রওশন খানের ছেলে খাঁন শাহিন সাজ্জাদ পলাশ, সোহাগ খাঁন, শিমুল খাঁন,হিমুখানসহ ৫০-৬০জন সন্ত্রাসী বাহিনী।
এসময় মুক্তিযোদ্ধা শ্রীবাস দাসের ঘরের জানালা, টিনের বেড়া,চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তারা।
হামলার বিষয়ে জানতে পলাশ খানের সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনাটা কে বা কাহারা ঘটিয়েছে আমি জানিনা আমার উপর দোষারোপ করার জন্য এমন ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, হামলার ঘটনা জানতে পেরে সেখানে আমিসহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
এ ঘটনায় কোনো পক্ষ এ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোঃ বাবর আলী –নড়াইল।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.