আলফাডাঙ্গা থানায় চার কেজি গাঁজা সহ মা ছেলে গ্রেফতার – প্রেস রিলিজ


ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা পুলিশ চার কেজি গাঁজাসহ মা ছেলেকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নে পানিপাড়া গ্রামে পূর্বপাড়া পিতা হিরু মল্লিকের ছেলে আমিনুর মল্লিক(৩১) ও তার স্ত্রী মমতাজ বেগম(৪৮) দুই জনকে গ্রেফতার করা হয়।
আলফাডাঙ্গা থানার মামলা নং- ১৯, তারিখ- ৩০/০৯/২২, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারনির ক্রমিক নং ১০ (ক)।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর আলফাডাঙ্গা থানার সাধারন ডায়েরী নং- ১১৮৯ মূলে এসআই (নিঃ) মোঃ ফরহাদ শেখ সঙ্গীয় এএসআই মোঃ শাহাজুল ইসলাম ও ফোর্সসহ রাত্রি কালিনী রনপাহারা ডিউটি করার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানাধীন পানিপাড়া পূর্বপাড়া সাকিনস্থ আসামীদ্বয়ের বসত ঘর হতে রাত্র ২.১০ ঘটিকার সময়ে খাকি কসটেপদ্বারা মোড়ানো অবস্থায় দুই প্যাকেট গাঁজা।
যাহার ওজন চার কেজি মাদক দ্রব্য উদ্ধার পূর্বক জব্দ করেন।দুই আসামীদের বিরুদ্ধে সূত্রে বর্নিত মামলা রুজু করা হয়েছে।পরে আদালতে প্রেরন করা হয়।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.