বোয়ালমারী হইতে ময়েনদিয়া বাজার ও করিমপুরের রাস্তার বেহাল দশা
ফরিদপুর –১ আসনের বোয়ালমারী উপজেলার,বোয়ালমারী সদর হতে ময়েনদিয়া বাজার হয়ে রুপাপাত বাজার এবং ময়েনদিয়া বাজার হতে করিমপুর রাস্তার অবস্থা দেখলে মনে হবে বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের যে অর্জন তা উদ্দেশ্য মূলক ভাবেই কেউ বিলীন করার অপচেষ্টা করছেন বা চালাচ্ছেন।
সাধারণ আওয়ামী লীগের সমর্থক সুধিজন মনে ক্ষোভ রেখে বলেন ফরিদপুর এক আসনের মাননীয় সাংসদের জন বিচ্ছিন্নতা ও উদাসীনতাই এর জন্য বেশি দায়ী. ঠিকাদার যাবে আসবে কিন্তু উন্নয়ন কাজ অব্যাহত রাখতে একজন এমপির সদিচ্ছাই যথেষ্ট।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এমন জনবিচ্ছিন্ন এমপিরাই প্রধান প্রতিবন্ধক হিসাবে কাজ করে. জননেতা আব্দুর রহমানের বরাদ্দ করানো রাস্তার কাজ দেখে শুনে করানোর মত যোগ্যতাই নেই বর্তমান এমপি মহোদয়ের।
জননেত্রী শেখ হাসিনার অর্জন কে আপনি পদদলিত করছেন আপনার জনবিচ্ছিন্নতা ও উদাসীনতার কারনে।
পরিশেষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান জন নেতা আব্দুর রহমান ও ফরিদপুরের মাননীয় জেলাপ্রশাসক মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি. যাহাতে পূর্ব বোয়ালমারী বাসীর এই দুর্ভোগের অবসান হয়.
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে