সরকারী গাছ মেরে ফেলছে নিজের স্বার্থে
মাগুরা সদর উপজেলার রাঘইবদাড়ি ইউনিয়ন পরিষদের সাথে সরকারি জায়গা রয়েছে। সেই জায়গায় তালগাছের চারা রোপন করা হয়। দিনে দিনে সেই তাল গাছ চারদিকে সুন্দর ও রুপানত্তর গড়ে উঠছিলেন।
এখন গাছ গুলো মেরে ফেলছে একজন অসাধু ব্যক্তি। ইউনিয়ন পরিষদের সম্পত্তি। আর সেই জমির উপর তালগাছ গুলোর নীচে ভিবিন্ন ঔষধ দিয়ে মেরে ফেলছে, আবুল খায়ের নামক (৩৫) এক ব্যাক্তি।
কিন্তু এদিকে জানা যায় জাতীয় পরিচয় পত্রে খাইরুল ইসলাম তার নাম। আবুল খায়ের সরকারি জমির উপর একটি মুদিখানার করছেন এবং নিজের সার্থে সরকারি জমির গাছ গুলো মেরে ফেলছে বলে অভিযোগ গ্রামবাসীর।
তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি না পাওয় পরিবর্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় তাকে ফোন পাওয়া যায় নি।
এস এম শিমুল রানা মাগুরা প্রতিনিধি :
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.