খুবির নতুন ট্রেজারার অমিত রায় চৌধুরী-দৈনিক ভোরের বার্তা


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নতুন ট্রেজারার নিযুক্ত হয়েছেন অমিত রায় চৌধুরী। খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ এর ১৪(১) ধারা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চার বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন ফ্যাক্সযোগে বিশ্ববিদ্যালয়ে অপরাহ্নে পৌঁছে। অমিত রায় চৌধুরী গভর্নমেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ।
উল্লেখ্য, ২০২১ সালের ০৯ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এর কর্মমেয়াদ শেষ হয়। খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ এর ১৪(১) ধারা অনুযায়ী চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত শর্তে এবং মেয়াদের জন্য একজন কোষাধ্যক্ষ নিযুক্ত করিবেন এবং তিনি একজন অবৈতনিক কর্মকর্তা হইবেন৷
খুবি প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.