কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোটর মেকানিক কাশেম গুরুতর আহত


পটুয়াখালীর কলাপাড়ায় ঢাকা কুয়াকাটা মহাসড়কে গাছ ভর্তি থামানো টম টমের সাথে মটর সাইকেলের সংঘর্ষে দু’জনগুরুতর আহত হয়েছেন।আহতরা হলেন কলাপাড়া শেখ কামাল সেতু সংলগ্ন মোটরসাইকেল মেকানিক কাশেম হাওলাদার (৪০) অন্যজন মোটরসাইকেল চালক আবু (৪২)
ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউপির ঘুটাবছা নামক স্থানে। ঘটনার বিবরনে স্বজন সূত্রে জানাযায়, রবিবার (৭ আগষ্ট) রাতে মেকানিক কাশেম কলাপাড়া পৌরশহরের গ্যারেজের কাজ শেষ করে আবুর মটর সাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন।
এমন সময় ঘটনাস্থলে পৌছালে রাস্তায় বিকল হওয়া গাছভর্তি একটি টমটমের সাথে ধাক্কা লেগে দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল থেকেই টমটমটি যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে গাছ ভর্তি রেখে পার্স খুলে সারতে নিয়ে যান। অন্ধকারে গাড়িটিতে কোন সিগনাল নাথাকায় এমন ঘটনা ঘটেছে বলে তাদের অভিমত। তারা আরও বলেন সড়কে ড্রাইভারদের অবহেলার কারনে রাতের আধারে এমন ঘটনা প্রাই শোনাযায় এ ব্যাপারে প্রশাষনকে কঠোর হওয়ার পরামর্শ দেন তারা।
কলাপাড়া প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.