সালথায় ৮০বছরের বৃদ্ধ নিখোঁজ


ফরিদপুরের সালথায় মোঃ মজু ফকির (৮০) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরটিয়া গ্রামের মৃত সিলামত ফকিরের ছেলে।
নিখোঁজ মজু ফকিরের পরিবারের সদস্যরা জানান, গত ৭ জুলাই ফরিদপুরে ডাক্তার দেখানোর কথা বলে সকালে বাড়ি থেকে বের হয় সেইদিন দিন রাত হয়ে গেলে ও তিনি বাড়িতে ফেরেননি।
পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি এবং আত্মীয়স্বজনের বাড়ি খোঁজখবর নিয়ে কোথাও তাকে পাওয়া যায়নি। এখনো আমরা খুঁজাখুঁজি করছি।
যদি কোনো স্ব-হৃদয় ব্যক্তি তাকে দেখে থাকেন বা সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য নিখোঁঁজ মজু ফকিরের মেয়ে রেখা বেগম অনুরোধ জানিয়েছে।
রেখা বেগম (মেয়ে)- ০১৭৩২ ৬৬৩ ৯৫৭
সালথা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.