শ্রীনগরে র্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২-দৈনিক ভোরের বার্তা
মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব-১০ এর অভিযানে ১হাজার ৬পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গত সোমবার রাতে উপজেলার আলমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ রানা বেপারী (৩১) ও মোঃ মনির হোসেন (৩২)। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার আলমপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১হাজার ৬পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করে।
যার আনুমানিক বাজার মূল্য ৩লক্ষ ১হাজার ৮০০ টাকা।এসময় ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি।তারা বেশ কিছুদিন যাবৎ শ্রীনগর ও এর আশপাশের এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য খুচরা মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছে।তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মোঃ তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে