সালথায় পশুহাটের জন্য নির্ধারিত টোল রেটঃ –দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের সালথায় অধিকাংশ পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বিক্রেতাদের কাছেও অবৈধভাবে টোল নেওয়া হচ্ছে। ফলে কোরবানির পশু কিনতে গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছে।
এ ব্যাপারে সালথা নির্বাহী অফিসার মোছাঃ তাসলিমা আক্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা সকল হাট মালিকদের নোঠিশ করেছি,যারা নোঠিশ এখনো পাইনি তারা পেয়ে যাবেন।
এদিকে প্রতিটি হাটে টোল আদায়ের মূল্য তালিকা টাঙানো বাধ্যতামূলক। কিন্তু অধিকাংশ হাটে তালিকা টাঙানো হয়নি। অন্যদিকে অনেকেই সমালচনার ঝড় তুলেছেন সালথা সরকারি মডেল মধ্যমিক বিদ্যালয়ের মাঠে গরুর বেঁচাকেনার হাট বসানো হয়েছে এটা কতোটুকু যুক্তিসংগত।
যে সময় করোনা বৃদ্ধি পাচ্ছে সে ক্ষেত্রে স্কুল মাঠে গরুর হাট শিক্ষার্থীরা মারাত্বক স্বাস্থ্যঝুকিতে পড়েছে। গরুর মলমুত্র বাতাস দূষিত করছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
ফরিদপুরের সালথা উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা আক্তার এক জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোঠিশ করেন যে, যে সকল নিয়ম কানন মেনে চলতে হবে হাট কর্তৃপক্ষকে, সালথা উপজেলার যে সকল হাটে গরু /ছাগল/মহিষ/ভেড়া ক্রয় বিক্রয় হয় সেই সকল হাট মালিকগন এ ভাবে টোল আদায় করবেন।
পশুহাটের জন্য নির্ধারিত টোল রেটঃ –নিন্মরুপ। এটা সব হাট মালিকদের মেনে চলার জন্য বলা হয়েছে।
১. গরু,মহিষ, ঘোড়া, উট প্রভৃতি পশু ক্রয় বাবদ-(প্রতিটি)ঃ ৩০০-৫০০/ ( ক্রেতা প্রদান করবেন)
২. গরু, মহিষ, ঘোড়া, উট প্রভৃতি পশু বিক্রয় বাবদ -( প্রতিটি)ঃ ১০০-২০০/ (বিক্রেতা প্রদান করবেন)।
৩. ছাগল, ভেড়া, দুম্বা প্রভৃতি ক্রয় বাবদ (প্রতিটি)ঃ ১০০-২০০( ক্রেতা প্রদান করবেন)
৪. ছাগল, ভেড়া, দুম্বা প্রভৃতি বিক্রয় বাবদ (প্রতিটি) ঃ ৫০-১০০/ (বিক্রেতা প্রদান করবেন)
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে