হারিয়ে যাওয়া বোবা মহিলা পরিবারের কাছে ফিরতে চায়-দৈনিক ভোরের বার্তা
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা বাজার থানা রোডে রাত ১০:৪৫ সময় রিনিয়ার চায়ের দোকানে বেঞ্চে বসে প্রহর গুনছেন এই বোবা নামক মহিলা।
কিছু লোকজন মহিলাকে দেখে এগিয়ে আসলে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না। জড়ো হতে থাকে কিছু মানুষ।কাগজ কলম এগিয়ে দিলে সঠিক ভাবে নাম ঠিকানা লিখতে পারে না।সর্বশেষ আলফাডাঙ্গা থানা পুলিশ হেফাজতে তাকে রাখা হয়েছে।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই বোবা মহিলার পরিবারকে আত্মীয়-স্বজনকে চিনে থাকেন, তাহলে তার পরিবারকে তথ্য দিয়ে আলফাডাঙ্গা থানার যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।আপনার শেয়ার তথ্যে ফিরে পেতে পারে সন্তান, পরিবার ও আপনজনকে।এদিকে আলফাডাঙ্গা থানা ওসি ওয়াহিদুজ্জামান বলেন,বোবা মহিলাকে আমাদের থানা হেফাজতে রাখা হয়েছে।পরিবারের কোনো সন্ধান পাওয়া না গেলে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে হস্তান্তর করা হইবে।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.