মধুখালীতে নানা আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
আজ ১৭মে মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে বেলা সাড়ে ১১টায় রেলগেটস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি র্যালী ঢাকা–খুলনা মহাসড়ক হয়ে উপজেলা পরিষদের সামনে যেয়ে শেষ হয়।
র্যালী পরবর্তী উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহিদুর ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইালয়াছ মিঞা, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, এম এম বাবুল আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, সহ-দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা খোকন, সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন, ইউনিয়ন আওয়ীমীলীগের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ রায়, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক ইনজামামুল হক অনিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।
হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ–
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে