শেখ রাসেল শিশু কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগর এডহক কমিটি গঠন –দৈনিক ভোরের বার্তা


শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ চট্টগ্রাম মহানগর শাখা’র এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবদুল্লাহ আল মামুন নিশাতকে সভাপতি এবং মোহাম্মদ আসিফ শাহীনকে সাধারণ সম্পাদক করা হয়।
মঙ্গলবার সংগঠনের দফতর সম্পাদক সজল মাহমুদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। সংগঠনের দফতর সম্পাদক সজল মাহমুদ বলেন, ‘ আগামী ছয় মাসের জন্য চট্টগ্রাম মহানগরের ২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত এডহক কমিটি ১৬ থানা এবং ৪১ ওয়ার্ড কমিটি গঠনের পাশাপাশি চট্টগ্রাম মহানগর কমিটি গঠনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করবে। একই সাথে সম্মেলনের মাধ্যমে মহানগরের কমিটি গঠনের প্রক্রিয়া গ্রহণ করবে।
’
ঘোষিত ২১ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোহাম্মদ জালাল হোসেন, ওমর ফারুক, আবদুল কাদের রুবেল, রাকিব হোসেন, আবদুল কাদের অভি, সাইফুল ইসলাম মঞ্জু, নিউটন দত্ত, সাফকাত ইসলাম অমি, ইভন চৌধুরী, ডা. এমজাদ হোসেন, আমির হাসান নিলয়. আমির সোহেল, আমির খসরু, আলীউর কবীর অন্যতম।
ওসমান আল হুমাম চট্টগ্রাম প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.