সৎ ভাই ও ভাতিজা ঝুপির আঘাতে গুরুতর আহত দুই ভাই-দৈনিক ভোরের বার্তা
নড়াইল: জেলার কালিয়া উপজেলার রাজাপুর গ্রামে সৎ ভাই ও ভাতিজার ঝুপির আঘাতে গুরুতর আহত হয়েছেন অপর দুই ভাই।
শুক্রবার (৮ এপ্রিল) বিকালে পারিবারিক জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে সৎ ভাই গাউস শেখ (৫৫) ও তার পুত্র জসিম শেখ (৩২) ঝুপি ও ছেনদা দিয়ে তাদের উপর উপর্যুপরি আঘাত করে আহত করেন।
আহতরা হলেন, রাজাপুর গ্রামের মৃত রোকন শেখের ছেলে লিটন শেখ (৪৫)ও নুর ইসলাম শেখ (৩৫)। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁদের পরিবার।
বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম জানান, ঘটনাটি আমি শুনেছি এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মোঃ বাবর আলী –নড়াইল
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে