২৪ ঘন্টার মধ্যে আমিনপুরে ছিনতাই হওয়া টাকাসহ আসামি গ্রেপ্তার-দৈনিক ভোরের বার্তা
২৪ ঘন্টার মধ্যে টিএমএসএসের মাঠ কর্মীর ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ আসামি গ্রেফতার করলো আমিনপুর থানা পুলিশ।
গতকাল সোমবার(১৪ মার্চ) দুপুরে আমিনপুর থানার আহাম্মদপুর ইউনিয়নের ভুরকুলিয়া আরাইপথ এলাকায় টিএমএসএস ফিল্ড সুপারভাইজার আঃ করিম সাপ্তাহিক লোনের নগদ নব্বই হাজার সাতশত টাকা নিয়ে ফেরার পথে তার পথ রোধ করে তার কাছে থাকা প্রায় এক লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
উক্ত ঘটনার ২৪ ঘন্টার মধ্যে টিএমএসএসের ছিনতাই হওয়া টাকাসহ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আমিনপুর থানা পুলিশ।
এ ঘটনায় বাসারুল কাজী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভুরকুলিয়া গ্রামের ওহাব কাজীর ছেলে।অপর দুই আসামী রাসেল(২৩)ও সিহাব (২১) কে গ্রেপ্তারের চেষ্টা করছে আমিনপুর থানা পুলিশ।
পাবনা থেকে আলমগীর কবির পল্লব
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে