মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্রলীগ নেতা গ্রেফতার-দৈনিক ভোরের বার্তা


গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ শাখার ছাত্রলীগের এক নেতাকে নারী শিশু নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাঈম কাজী (২৪) মুকসুদপুর কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক ও উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে ।
পুলিশ বৃহস্পতিবার রাতে নাঈমকে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করেছে । মামলার বিবরনে জানাযায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারী শুক্রবার ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষন করে
পরে তরুনীর পিতা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদর থেকে ছাত্রলীগ নেতা নাইম কাজীকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার ওসি তদন্ত খোন্দকার আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা দায়ের হয়েছে । পরে ছাত্রলীগ নেতা নাইমকে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।
মুকসুদপুর প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.