কবিতা-মুসকান
কবিতা–মুসকান
ইসমাইল হোসেন ফরিদ
সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ধন্য নারী, তোমায় স্মরি
সাহস ভরা বুক,
ঘোর বিপদে পড়েও বুকটি
করেনি ধুক ধুক।
বীরদর্পে এগিয়ে গিয়েছ
মানো নি তুমি হার,
উচ্চ কন্ঠে ঘোষণা করেছ
‘আল্লাহু আকবার’।
শালীনতায় আঘাত করে
চাচ্ছে তারা কী?
সভ্য জগত হতে মোরা
জানাই তাদের ‘ছি’ !
বিশ্ব যখন সইতে পারছেনা,
মোদের পাপের ভার,
দৃঢ় কন্ঠে ঘোষণা করলে
‘আল্লাহু আকবার’।
ভয় পেয়ো না, বোন তুমি
সন্ত্রাসীদের ত্রাসে,
বিশ্ব মুসলিম এক কাতারে
আছে তোমার পাশে।
হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, শিখ
বিবেক যাদের আছে,
এই জুলুমের বিরোধিতায়
আছে তোমার পাশে।
শালীনতায় অপরাধ খোঁজে
শয়তানের সব শিষ্য,
নারীর সম্মান লুটে তারা
করতে চাচ্ছে নিঃস্ব।
বীরাঙ্গনা নারী তুমি
রুখলে অনাচার,
উচ্চ কন্ঠে জানিয়ে দিলে
নারীর অধিকার।
পাপিষ্ঠদের দাঁত ভেঙ্গে
করলে তুমি প্রমান,
নারীও পারে রক্ষা করতে
নিজের মান সম্মান।
নারীজাতি মায়ের জাতি
নয়তো তাঁরা দাস,
বজ্রমুষ্ঠি দেখিয়ে তুমি
গড়লে ইতিহাস।
- লেখক- ইসমাইল হোসেন ফরিদ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে