কানাইপুরে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ছায়ানীড় এর কম্বল ও মাস্ক বিতরণ
ফরিদপুর সদর উপজেলার আওতাধীন কানাইপুরে দারুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শীতার্ত এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
৩১ জানুয়ারি ২০২২ রোজ: সোমবার দুপুর ২টায় কানাইপুরে অবস্থিত ছায়ানীড় পরিবার এর অফিসে কানাইপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এর উপস্থিতিতে মোঃ হোসাইন, আ: আহাদ, আলামিন ও আব্দুর রাকিবের হাতে কম্বল তুলে দিয়েছেন ছায়ানীড় পরিবারের প্রতিষ্ঠাতা মোঃ ইনামুল হাসান মাসুম।
উপস্থিতি এদের মধ্যে রয়েছে কেউ বাবা’হারা আবার কেউ আছে জনম দুঃখিনী মা’হারা এতিম সন্তান। প্রতিদিন যাদের জীবনে নতুন ভোর হয় এক অনিশ্চিত আগামীর দুশ্চিন্তা নিয়ে। অল্প বয়সের এতিম শিশু গুলো যেন ভুলেই গেছে হাসতে। ওদের মতো আরো প্রায় শতাধিক ছেলেমেয়ে আছে কানাইপুর জামিয়া আশ্রাফিয়া মাদ্রাসা ও এতিমখানায়।
সম্প্রতি দারুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শীতার্ত এতিমদের সবার মাঝে মানসম্মত কম্বল ও মাস্ক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবার। সবার হাতে কম্বল তুলে দিয়েছেন ছায়ানীড় পরিবারের সদস্যরা। এর সঙ্গে করোনার নতুন ধরন ওমিক্রনের ব্যপারে শিক্ষার্থীদের সচেতন করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। ছায়ানীড় পরিবারের সদস্যদের কাছে পেয়ে এই শিশুগুলোর মুখে যেন কিছুটা হাসি ফিরে এলো।
স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম শায়েখ হাফেজ ক্বারী আলমগীর হোসাইন বলেন, ‘আপনাদের পেয়ে এই শিশুগুলো যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। আপনারা এর আগেও তাদের খোঁজ খবর নিয়েছেন এবং অন্যান্য উপহার সামগ্রী দিয়েছেন।
তিনি আরো জানান, দারুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মোট ৭০ জন শিক্ষার্থী রয়েছে, এদের মধ্যে ৪৫ জন লিল্লাহ্ বোডিংয়ে খানাখায়। মাদ্রাসায় মক্তব-নাজেরা (পঞ্চম শ্রেণী পর্যন্ত) ও হেফজখানায় শিক্ষার্থীরা পড়াশোনা করে। আমার দৃঢ়বিশ্বাস আপনারা যেকোনো পরিস্থিতিতে এই কোমলমতি শিশুদের পাশে দাঁড়াবেন।’
এতিম শিশু হোসাইন তখন অশ্রুভেজা কণ্ঠের আকুতি, ‘আমাদের এখানে অনেকের মা-বাবা নেই। আপনাদের মতো করে কাউকে দেখিনি এভাবে আমাদের পাশে এসে দাঁড়াতে, আমাদের সব সময় সাহায্য করতে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক।’
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ রকিবুল আলম খান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ খোকন খান, ছায়ানীড় পরিবারের সদস্য মোঃ হাসিব মোল্লা, তৈয়বুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে