শ্রীনগরে তাজুল চেয়ারম্যানের সরকারি মাটি লুট


শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শেল্টারে চলছে সরকারী মাটি লুট। উপজেলার পাশেই শ্রীনগর হতে ষোলগর দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদী হতে মাটি কেটে তার ব্যাক্তিগত জমি ভরাট করছে।
প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারী মাটি লুট। সরজমিনে দেখা যায়,প্রায় ৩০ এর অধিক লেবার দিয়ে সরকারী নদী পারে জমে থাকা মাটি তার প্লটে ফেলছেন।
চেয়ারম্যান হয়েই সরকারী মাটি লুটে নেমে পরেছেন শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ তাজুল ইসলাম।শুধু সরকারী মাটি লুটই নয়,খালের কিছু অংশ দখলে নিয়ে তার উপর ফেলা হচ্ছে সরকারী মাটি।
মাটি খননের ফলে আশ পাশের অংশ ভেঙ্গে নদীতে পরছে। এ ব্যাপারে শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। উল্টো তিনি গনমাধ্যম কর্মীদের সাথে মোবাইল ফোনে আস্ফালন দেখান।
সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, বিষয়টি আমার জানা ছিলোনা,আমি এখনই ব্যাবস্থা নিচ্ছি।
স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.