এপেক্স ক্লাব শ্রীনগর এর ফাউন্ডার সংগঠন এর আত্মপ্রকাশ


এপেক্স ক্লাব অব শ্রীনগর নামে অস্ট্রেলিয়ান ভিত্তিক সেবা সংগঠন এপেক্স ক্লাব বাংলাদেশ এর অধিনে জেলা–০১ এর আওতায় ক্লাব–১০৭ এপেক্স ক্লাব অব বিক্রমপুর এর আমন্ত্রণে শ্রীনগর উপজেলার গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ সংগঠন এর আত্মপ্রকাশ ঘটে।
এপেক্স ক্লাব শ্রীনগর এর ফাউন্ডার সংগঠন সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী, সাঃসম্পাদক জসিম মোল্লা নির্বাচিত হন।এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ গভর্নর এপেক্সসিয়ান মোশাররফ হোসেন মিশু, জেলা-১ গভর্নর সুজিত কুমার সাহা, জেলা-১ গভর্নর ইলেক্টেড এপেক্সসিয়ান কবির আহমেদ, এপেক্স ক্লাব অব মুন্সিগঞ্জের সাবেক সভাপতি এপেক্সিয়ান অ্যাড. গোলাম মাওলা তপন।
ও সাবেক সভাপতি, এপিপি অ্যাড. সামশুন নাহার শিল্পী, এপেক্স ক্লাব অব বিক্রমপুর এর সভাপতি এপেক্সসিয়ান সাইফুর রহমান, সভাপতি অ্যাড. জানে আলম প্রিন্স, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এপেক্সসিয়ান এম জামাল হোসেন মন্ডল, জেলা-১ সেক্রেটারী এপেক্সসিয়ান ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম,
এপেক্স ক্লাব অব শ্রীনগর এর নবগঠিত কমিটিতে মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী সভাপতি, লৌহজং সরকারি কলেজ এর উপাধ্যক্ষ অধ্যাপক সহিদুর রহমান সিকদার সিনিয়র সহ-সভাপতি, জুনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান নান্নু, এক্সপেনশন ডাইরেক্ট বীরমুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন, সম্পাদক ও ডিনার নোটিশ এডিটর, সমাজকর্মী মোঃ জসিম মোল্লা
এবং ট্রেজারার মোঃ মিজানুর রহমান, সার্ভিস ডাইরেক্টর হাজী মোঃ এনায়েত হোসেন মৃধা, মেম্বারশিপ এবং এটেনডেনস ডাইরেক্টর হাজী মোঃ অহিদুল ইসলাম মোল্লা, ফেলোশিপ এবং রিলেশন ডাইরেক্টর বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শামীম হোসেন খাঁন, পাবলিক স্পিকিং এবং ডিবেটিং ডাইরেক্টর, প্রফেসর ড. ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর সুপার মোঃ শরিফুল ইসলাম, সার্জেন্ট এট আর্মস সংগঠক ডা. মাসুম খাঁন ডালু, ফ্লোর মেম্বার আলীনুর ইসলাম সাইফ ( জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট), সাবেক শিক্ষক, শহিদুল ইসলাম বাবু, সেলিম ভূইয়া, মাসুদ রানা।
পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, এপেক্স সঙ্গীত, দীক্ষা গ্রহণ করে ক্লাব ওপেনিং শেষে সেবার দীক্ষা নিয়ে ডিনার গ্রহণের মাধ্যমে সভার সমাপ্ত করা হয়।
মোঃ তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টার–
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.