কবিতা-অভিশাপ


কবিতা-অভিশাপ
লেখকঃ-ইসমাইল হোসেন ফরিদ (সিনিয়র শিক্ষক)
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
বাটপার সারাদিন
ঘুরঘুর করে চলে,
ধান্দায় থাকে কখন সে
ফেলবে কাকে জালে।
এ জীবনে টাকা তার
লাগবে কাড়িকাড়ি,
বড়লোক হতে হবে
খুব তাড়াতাড়ি।
সারাদিন ধান্ধা করে
অন্যের পকেট মেরে,
মুচকি হাসি দিয়ে সে
এলো ঘরে ফিরে।
জিনিসপত্রের অনেক দাম
কী হবে তাতে?
পকেট কেটে সারাজীবন
থাকবে দুধে ভাতে।
নিয়ে এলো সঙ্গে সে
সওদা ব্যাগ ভরে,
ছেলেমেয়ে নিয়ে সে
খাবে মজা করে।
ধুমপানে খোলে মাথা
বুদ্ধি যায় বেড়ে,
এই গল্প করে সে
সারা শহর জুড়ে।
পোলাও মাংস রাঁধতে বলে
করতে ধুমপান,
সোফায় বসে দিলো সে
সিগারেটে টান।
মনে মনে ভাবলো সে
মানুষ কতো বোকা,
খুব সহজেই ঠকে যায়
খেয়ে তাঁর ধোঁকা।
এমনভাবে আসলে টাকা
সবই হবে তার,
তার নাগাল পাবে এমন
সাধ্য আছে কার?
গাড়ি, বাড়ি, জমিজমা
চালক, চাকর, ঝি,
মানসম্মান, ক্ষমতার দাপট
থাকবে না তার কী?
দেশ, বিদেশ সর্বত্র সে
ঘুরে বেড়াবে,
নামীদামী হোটেলে সে
রাত কাটাবে।
ভোগবিলাস ছাড়া কি আর
জীবন ভালো লাগে?
এ বিষয়কে গুরুত্ব সে
দিবে সবার আগে।
এমন ধ্যান করতে করতে
দিলো সুখের টান,
আজরাইল এসে তার
কবজ করল জান।
চলে গেল ধরা ছেড়ে
নিয়ে শুধু পাপ,
সব কিছু শেষ হলো
রইলো অভিশাপ।
লেখকঃ- ইসমাইল হোসেন ফরিদ
“দৈনিক ভোরের বার্তা”
About Author
Leave a reply
You must be logged in to post a comment.