কবিতা-তোমার পেছনে লেগেছে যে, সেই রয়েছে পিছে


কবিতা-তোমার পেছনে লেগেছে যে, সেই রয়েছে পিছে
ইসমাইল হোসেন ফরিদ (সিনিয়র শিক্ষক)
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
[ কখন একজন আরেকজনের পিছে লাগে?
যাদের পেছনে কেউ লেগেছে বলে অনবরত দুঃখ করতে থাকো, তাদের জন্য। ]
আমার বাবা বললেন আমায়,
“মুখটি কেনো কালো?
সত্যি করে বলতো আমায়
আছিস কি তুই ভালো?”
“আছি তো ভালোই!” বললাম আমি
থতমত খেয়ে,
” মিথ্যা বলছিস!” বললেন আমায়
মুখের পানে চেয়ে।
” বলতো তোর কী হয়েছে?
মাথা কেনো তোর নিচু?
মনে হচ্ছে আমার কাছে
লুকাচ্ছিস তুই কিছু।”
বললাম আমি,” কিছু মানুষ
লেগেছে আমার পিছে,
এদের হাত থেকে কেমনে বাঁচি?
করি আমি কি যে!”
বললেন বাবা, “এতদিন পরে
পেলাম সুসংবাদ,
মনে হচ্ছে হাতে যেন
পেয়ে গেছি চাঁদ।
ভীষণ গর্বিত এখন আমি
হলাম এ খবরে,
শান্তি পাবো যদিও আমি
যাই এখন কবরে।”
এমন বাবা হওয়ার ভাগ্য
বলতো ক’জন পায়?
মনে হচ্ছে চড়েছি আমি
সুখ পবনের নায়।”
বললাম আমি, ” কী যে বলেন!
বুঝতে পারিনা কিছু,
আপনি কেনো খুশি হবেন?
যখন অন্যেরা লেগেছে পিছু?
এদের যন্ত্রণায় অশান্তিতে আছি
কমাতে পারছিনা রাগ,
আর খবর শুনে খুশিতে আপনি
হয়ে গেছেন বাগবাগ।”
বললেন পিঠে থাপড় দিয়ে,
“তোর ধারণা মিছে,
তুই গিয়েছিস এগিয়ে বলে
তারা লেগেছে পিছে।
সন্তান আমার এগিয়ে গেছে
প্রমাণ পেলাম, ওরে!
এর চেয়ে খুশির সংবাদ
আর কী হতে পারে?”
মূহুর্তেই আমি থমকে গেলাম
তাঁর জ্ঞানের গভীরতা দেখে,
এমন জ্ঞান পাইনি আমি
বিশ্ববিদ্যালয় ছেঁকে।
” বিশ্ববিদ্যালয়ের সনদগুলো
পায়ে রাখি তাঁর,
এমন বিশ্লেষণ এই জীবনে
পাইনি আমি আর।”
লেখকঃ-ইসমাইল হোসেন ফরিদ (সিনিয়র শিক্ষক)
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.