সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত -DBB


ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন সরকারের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন আহমেদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. শাহিনুর ইসলাম, সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল-কলেজের প্রধানসহ ইউপি সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মামুন সরকার বলেন, আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রাসন ও নারী শিশু নির্যাতন, বাল্যবিয়ে এবং সংঘর্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনী ও পুলিশসহ সকল আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জনগণের কাছে গুজব বা মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ রইলো। আইন শৃঙ্খলা বাহিনী পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে সহযোগীতা করার আহ্বান জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.






