ফরিদপুরের সালথায় বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, হাডুডু খেলা অনুষ্ঠিত


ফরিদপুরর সালথায় বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন ও বর্ষবরণ উপলক্ষে উপজেলায় শোভাযাত্রা, লাঠি খেলা,কাবাডি খেলা, গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ দিকে উৎসবকে কেন্দ্র করে সালথা বিএনপির সালথা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ” সবার সাথে হাসি মুখে নববর্ষ”। এক ব্যতিক্রমী ইতিহাস ঐতিহ্য তুলে ধরে এবং সবার মাঝে আবহমান বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি অনুপ্রেরণায় এগিয়ে নেয়া বর্ষবরণ অনুষ্ঠানে এক অপরূপ দৃশ্য উপলব্ধি হয়েছে সবার মাঝে।
উপজেলা বিএনপির আয়োজনে আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে সালথা সরকারী কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা আসিফ মওদুদ।
ও মুহাম্মদ আজিজুল হক সভাপিত সোনাপুর ইউনিয়ন, যুবদল নেতা এনায়েত হোসেন, আশরাফ আলী, বালাম হোসেন, মিরান হোসেন,বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ ছরোয়ার হোসেন, শ্রমিকদল নেতা কালাম বিশ্বাস, ছাত্রদল নেতা আনিছুর রহমান তাজুল, রেজাউল ইসলাম রাজ, সাইফুল আলম সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। এসময় অতিথিবৃন্দের সাথে হাজারো দর্শক খেলা উপভোগ করেন।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.