ট্যাংক খুঁড়ার সময় ফরিদপুরের বোয়ালমারীতে বালু ধসে শ্রমিকের মৃত্যু DBB


ফরিদপুরের বোয়ালমারীতে সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটির নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শফিকুল শেখ(২৭) উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মৃত মোমিন শেখের ছেলে ।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলের চারটার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠা স্টেডিয়াম পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আঁধারকোঠা এলাকার স্টেডিয়াম এলাকার কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমানের ৫ তলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংক নির্মাণের কাজ করছিল শফিকুলসহ দুজন শ্রমিক।
এ সময় তারা প্রায় ২০ ফুট গভীর দুটি গর্ত খনন করে। পরে ওই গর্তে রিংস্লাব বসানোর সময় হঠাৎ গর্তের পাশের মাটি ধসে চাপা পড়ে শফিকুল। এ সময় উপরে থাকা অপর শ্রমিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে উদ্ধার করে।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হুসাইন বলেন, ‘হাসপাতালে আনার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে ।
বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার আব্দুল খালেক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করি। যেখানে গর্ত খুঁড়া হয়েছে সেখানে ভরাটকৃত বালুমাটি হওয়ায় ধসে পড়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.