কুমিল্লায় শ্বশুরের লালসার শিকার পুত্রবধূ অন্তঃসত্ত্বা-গ্রেফতার শ্বশুর


কুমিল্লায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মেয়ের শ্বশুর, জামাতা ও শাশুড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার পর শনিবার বিকালে শ্বশুর ছেরু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একটি গ্রামে।
মামলার এজহারে উল্লেখ করা হয়, সাত মাস আগে কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের আছমা আক্তারের (ছদ্মনাম) সঙ্গে ছেরু মিয়ার ছেলে ওমান প্রবাসী সাইফুলের সাথে মোবাইল ফোনে বিয়ে হয়।
বিয়ের কয়েকদিন পর ছেরু মিয়া নিজের বউ আয়েশা বেগম অসুস্থ বলে পুত্রবধূ আছমা আক্তারকে শাশুড়ির সেবা করার জন্য নিজ বাড়িতে নিয়ে আসেন। গত ৪ মাস আগে আছমার স্বামী ওমান থেকে ছুটিতে দেশে আসেন। গত ১৮ মার্চ সাইফুল তার স্ত্রীকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেন।
কারণ জানতে চাইলে স্বামী সাইফুলকে আছমা আক্তার বলেন, তার শ্বশুর তাকে একাধিকবার ধর্ষণ করেন। কাউকে বললে মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেন। ঘটনা জানার পর মো. সাইফুল ও তার মা আয়েশা বেগম উল্টো গত ১৮ মার্চ বিকালে আছমা আক্তারকে মারধর করে গর্ভপাত করানোর জন্য ক্লিনিকে নিতে চায়। কিন্তু আছমা আক্তার রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রাখে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, অভিযোগ পেয়ে দ্রুত ছেরু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.