আর কতো ধর্ষণ আলফাডাঙ্গায় ধর্ষণ মামলায় ছাত্রদলের সভাপতি গ্রেফতার DBB


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মিলনকে ধর্ষন চেষ্টা মামলায় গ্রেফতার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
থানা সুত্রে জানা যায়। গত ১৭ মার্চ গভীর রাতে গাজীপুর জেলার জয়দেবপুর হোতাপাড়া থেকে আলফাডাঙ্গা থানা পুলিশের এস আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গাজীপুর রাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।
১৮ মার্চ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করে।উল্লেখ্য গত ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ এর দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে শালিসের টাকা দেওয়ার কথা বলে ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মিলন তার শয়ন কক্ষে ডেকে নিয়ে টাকা না দিয়ে কৌশলে বিভিন্ন প্রস্তাবে রাজি করাতে চেষ্টা করে। স্থানীয় লোকজন জড়ো হলে ঐ ছাত্রী কে ঘরের পিছনের দরজা দিয়ে বের করে দেয়।
৭ মার্চ রাতে ঐ কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে মিলনসহ তিনজনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় মামলা দায়ের করে। এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, আমরা মিলনকে গাজীপুর থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.