ফরিদপুরে ‘ডেসটিনি ২০০০’ এর সমসাময়িক বিষয়ে আলোচনা ও ইফতার মাহফিল


ডেসটিনি ২০০০ লিঃ এর ফরিদপুর বিভাগীয় পর্যায়ের লিডারদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৭ মার্চ ২০২৫ তারিখ এ। ডেসটিনি সোসাল মিডিয়া ফোরাম ব্লু, ফরিদপুর বিভাগীয় কমিটির আয়োজনে ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী এ্যাবলুম রেস্টুরেন্টের রুফটপ গার্ডেন এ ৭ মার্চ শুক্রবার বেলা ৩ টা থেকে এই সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসএমএফ ব্লু ফরিদপুর বিভাগীয় আহ্বায়ক ফরহাদ হোসেন।
কেন্দ্রীয় কমিটির মেহমানদের উপস্থিতি এ অনুষ্ঠানের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করেছে। ফরিদপুর বিভাগীয় সকল লিডার দের উপস্থিতিতে বেলা ৩ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন দায়িত্ব প্রাপ্ত সদস্য সচিব আব্দুল আহাদ জোয়াদ্দার। এরপর উপস্থিত সকল লিডার একে একে তাদের অতীত অভিজ্ঞতা আলোচনা করেন।
এ পর্যায়ে কারো সুন্দর সুখের বা কারো অত্যন্ত দুঃখের ঘটনা প্রকাশ পায়। এই সুখ বা দুঃখের অতীত আলোচনার সাথে যে একক বৈশিষ্ট্য উঠে আসে তাহলো সবাই ডেসটিনি কে বিশ্বাস করেন এবং ডেসটিনি ও জনাব রফিকুল আমীনের ওপর সকলের আস্থা এখনো অটুট রয়েছে। পূর্বে যেমন বিশ্বাসে আস্থায় তাদের নির্দেশনা মেনে সবাই আয় করেছেন, তেমনি এখনো এবং ভবিষ্যতেও নেতৃত্বের পেছনে থেকে সবাই পূর্ণোদ্যমে কাজ করতে উন্মুখ হয়ে রয়েছেন।
ইফতারির পূর্বে দোয়া করা হয়। এতে জনাব রফিকুল আমীন এবং জনাব মোহাম্মদ হোসেন এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। ভবিষ্যতে যেন সবাই সুন্দর ও সাবলীল ভাবে কাজ করতে পারেন এবং হালাল পন্থায় ভালো আয় করতে পারেন সেই জন্যও দোয়া করা হয়।
উপস্থিত বিভাগীয় লিডার গন সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একসাথে ভবিষ্যত কার্যক্রম চালানোর শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মহসিন মুন্সী, ফরিদপুর।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.