শেরপুর ৮৫ মামলার আসামি ও ৪টি পরোয়ানা ভুক্ত ২জন আসামি গ্রেফতার DBB


শেরপুর জেলার পুলিশের সম্মানিত অভিভাবক পুলিশ ও পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্বাবধায়নে অভিযান চালায়।
এ সময় সঙ্গে ছিলেন এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় এসআই (নিরস্ত্র) আশিকুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলামসহ গত ০৩/০২/২০২৫ খ্রিঃ তারিখ হইতে উত্তরা পশ্চিম, উত্তরা পূর্ব ডিএমপি ঢাকা ও ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আজ ০৯/০২/২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প সেক্টর-১৮ ব্লক-এ হইতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেপ্তার করেন।
আসামি ১। কামরুজ্জামান সুজন, পিতা- মৃত আবুল হাসেম, সাং- নারায়নপুর, থানা ও জেলা শেরপুর এর নামে সিআর সাজা ৭০টি ও সিআর সাধারণ ১৫টিসহ সর্বমোট ৮৫টি পরোয়ানা ভুক্ত আসামি, ২। কামরুল হাসান পিতা- মৃত আবুল হাসেম সাং- নারায়নপুর, থানা ও জেলা শেরপুর এর নামে ০৪টি সিআর সাধারণ পরোয়ানা ভুক্ত আসামিদ্বয়কে গ্রেফতার করা হয়।
মোঃ সোহেল রানা-শেরপুর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.