সালথায় গণঅধিকার পরিষদের বল্লভদী ইউনিয়নের ফুলবাড়ীয়ায় লিফলেট বিতরণ DVB


ছাত্র-জনতার গণঅভ্যুথানের অন্যতম মহানায়ক ভিপি নুরুল হক নুরের নির্দেশে ফরিদপুরের সালথায় লিফলেট বিতরণ করেছে উপজেলা গণঅধিকার পরিষদ।
গণঅধিকার পরিষদ সালথা উপজেলার বল্লবদী ইউনিয়নের আয়োজনে সোমবার (৩ফেব্রুয়ারী) বিকেলে বল্লবদী ইউনিয়নের ফুলবাড়ীয়া বাজারে লিফলেট বিতরণ হয়।
এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সালথা উপজেলার আহ্বায়ক ফারুক ফকির,সদস্য সচিব সজীব আল হোসাইন, আজাদুর রহমান-সভাপতি বল্লবদী ইউনিয়ন গণঅধিকার পরিষদ।
ও বল্লভদি ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পান্নু মুন্সী, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি কুদ্দুছ ফকির, ৯নং ওয়ার্ড সভাপতি বাচ্চু লস্কার সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা হতে গণঅধিকার পরিষদ ও অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এসময় ফারুক ফকির বলেন, গণঅধিকার পরিষদ সাধারণ মানুষের অধিকার বাস্তবায়ন করার জন্য কাজ করছে। তাই আমরাও সালথা-নগরকান্দার গনমানুষের অধিকার বাস্তবায়ন করতে চাই। ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ অনেক শক্তিশালী ।
মজিবুর রহমান সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.