উইকিং বেড পরিদর্শন করলেন হরিরামপুর কৃষি অফিসার তৌহিদুজ্জামান


হরিরামপুর চরে উইকিং বেড পরিদর্শন করলেন উপজেলা কৃষি অফিসার। হরিরামপুর উপজেলা চরাঞ্চলে নটাখোলা গ্রামে কৃষক এরশাদ মুন্সীর বাড়িতে বারসিক ও দাদা সংস্থা দিয়াকোনিয়ার সহযোগিতায় বাস্তবায়িত উইকিং বেড নির্মান ও গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন হরিরামপুর উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদুজ্জামান খান।
পানি সাশ্রয় ও নিরাপদ সবজি চাষ উইকিং বেড ও সাধারন বেডে সবজি উৎপাদন সহ কৃষি প্রতিবেশ শিখন কেন্দ্র কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অফিসার মোঃ সোহেল রানা, লেছড়াগঞ্জ ইউনিয়ন দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসাইন ইনছান উদ্দিন, সৌরভ কর্মকার ইউপি সদস্য শাহিন মোল্লা ও শহিদ মোল্লা, নটাখোলা নারী উন্নয়ন সংগঠনের সভাপতি আকলিমা বেগম, বারসিক প্রোগ্রাম অফিসার মুকতার হোসেন সহ এলাকার কৃষকগন ।
মাঠ পরিদর্শন শেষে এগ্রোইকোলজি এবং উইকিং বেডের উপকারিতা এবং কৃষি ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদুজ্জামান খান তিনি বলেন চরাঞ্চলে কৃষি বৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের নতুন নতুন টেকনোলজিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
নিরাপদ খাদ্য উৎপাদন পানি রাসায়নিক সার বিষ কম ব্যবহার করে ফসল উৎপাদনে আমাদের ভুমিকা রাখতে হবে। বারসিক সহায়তায় উইকিং বেড পদ্ধতি ব্যবহার করলে পানি অপচয় রোধ হবে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর হরিরামপুর চরাঞ্চলের কৃষকদের যে কোন প্রয়োজনী যোগাযোগ করার কথা বলেন। কৃষি অফিস সার্বিক সহযোগিতা করবেন। আলোচনায় আরো অংশগ্রহন করেন কৃষি প্রতিবেশ শিখন কেন্দ্র কৃষক এরশাদ মুন্সী কৃষক, রতন মিয়া ।
নটাখোলা কৃষি প্রতিবেশ শিখন কেন্দ্র ভার্মি কম্পোষ্ট টাইকো কম্পোষ্ট বালু চরে মিষ্টি কুমড়া চাষ বীজ সংরক্ষণ নিরাপদ সবজি চাষ আদা হলুদ চাষ সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ।
নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.