ভারতে বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ-DVB
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে কাতারে কাতারে শিক্ষার্থীরা বের হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে হাদী চত্বরে এসে জড়ো হয়।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে ‘দিল্লি না ঢাকা;ঢাকা, ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইসকন তুই জঙ্গি সৈরাচারের সঙ্গি ‘, ‘যদি চাও মুক্তি ছাড়ো ভারত ভক্তি’, ‘ইসকনের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’, ইত্যাদি স্লোগান।
বিক্ষোভ মিছিলে এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের ছাত্র সমাজ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না।ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে তাকে হাসিনার বন্ধুত্ব ত্যাগ করতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে।
কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমাদের এম্বাসিতে হামলার মাধ্যমে আমাদের সম্পর্ক ধ্বংস করেছে। আমাদের পতাকা পদদলিত করেছে। এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না।
সাইফুল ইসলাম, খুবি প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.