সালথায় আ‘লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত -১৫
মজিবুর রহমান- সালথা প্রতিনিধি
ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার আটঘর ইউনিনের গোয়ালপাড়া গ্রামে আ’লীগ ও বিএনপির মধ্যে এ সংঘর্ষ হয়।
আজ বৃহঃবার (৫ডিসেম্বর) সকাল ৮ ঘটিকায় গোয়ালপাড়া গ্রামে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষ হয়েছে।
গত কাল সন্ধায়-স্থানীয় গোয়ালপাড়া বাজারে আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল খান এবং স্থানীয় মহিউদ্দিন মাতব্বরের ছেলে কাওসার মাতুব্বর বিদেশ থাকায় তার ওয়াইফ ইতি বেগম এর সমর্থক বতু শিকদার গং এবং বি,এনপিঃ সমর্থীত মোঃ রাশেদ মৃধার সমর্থক দেওয়ান মৃধা গংদের মধ্যে কথা কাটাকাটীর যের ধরে আজ সকাল ৮টায় দু গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে ৭/৮টি বাড়ী ঘর ভাংচুর করা হয় । সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জনের আহত হবার খবর পাওয়া গেছে।
সংঘর্ষে দু-পক্ষেরই লোকজন আহত হয় এর মধ্যে মোঃ হাসান-(৩০) পিং লুৎফর, জুলহাস-(২৫). আলহাজ-(২০) উভয় পিং কায়েম পারামানিক, মনোয়ারা বেগম (৩৫) স্বামী আবু তালেব পারামানিক গং ও বতু সিকদার (৪৭),শামচু সেখ (৪৫) সরিফুল মাতুব্বর (৩২) গং।
মোঃ বিল্লান খান তিনি বলেন সকাল বেলা আমরা ঘুম থেকে উঠতে না উঠতে বিএনপির লোকজন এসে আমাদের বাড়িঘর ঘিরে ফেলে এবং ইট পাটকেল মারতে থাকে। তখন আমরা উপায় অন্ত না দেখে আত্মরক্ষার চেষ্টা করি।
এ দিকে বিএনপি নেতা মোঃ রাশেদ মৃধা জানান আমাদের লোকজন ইউনিয়র পরিষদ কার্যালয়ে কোন কাজের জন্য গেলে ওরা আমাদের লোকজনদের উপর হামলা করে এবং বাজারে গেলেও কোন না কোন বাহানা ধরে আমাদের লোকদের উপর অত্যাচার করে।কিছু বলতে না বলতে সংঘর্ষের সৃষ্টি হয়ে যায়, আমাদের কোন লোক ওই দিকে যাইতে পারে না।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন,সংঘর্ষের খবর পেয়ে আমি পুলিশ বাহিনীকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই এবং উত্তেজিত জনতা ও এলাকার পরিবেশ শান্ত করি,এলাকায় থমথমে পরিস্থিতী বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি, মামলা হলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মজিবুর রহমান- সালথা ফরিদপুর প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.