সালথার সিংহপ্রতাপ( সুলতানপাড়া) বিশ্ব মানবজাতির শান্তির সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরের সালথায় শুক্রবার (২৯ নভেম্বর ২৪ ইং) আজ সালথার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ( সুলতানপাড়া) এ বিশ্ব মানবজাতির শান্তি কামনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতির শান্তির নাজাতের সহজ পথ সুলতানিয়া মোজাদ্দেদায়া তরীকা বিশ্ব মা। এ ইয়া রাহীম! সমাবেশ হযরত মাওঃ শাহ্ সূফি সৈয়দ কামাল উদ্দীন আহম্মদ
(মাঃ জিঃ আঃ) সুলতানিয়া মোজাদ্দেদীয়া তরিকার পাক্-দরবার শরীফ, সুলতানপাড়া, সালথা, ফরিদপুর।
পীরানেপীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার ইমাম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মদ (রহঃ) চিন্তা গবেষণা করিয়া বুঝিতে পারিলেন যে এই যুগের মানুষের গুনাহ্ বেশী, হায়াত কম ।
কি কাজ বা কোন নিয়ম পালন করিলে ইসলামের পঞ্চবিনা (১) ঈমান, (২) নামাজ, (৩) রোজা, (৪) হজ্জ্ব, (৫) যাকাত শুদ্ধ ভাবে আদায় করা যায় বা ঈমান নিয়া কবরে যাইতে পারিবে, এই সম্পর্কে কুরআন হাদিস এজমা কিয়াস পর্যালোচনা করিয়া মানব জাতির মুক্তির পথ বাহির করিয়া গিয়াছেন।
এই নিয়ম ও পদ্ধতির নাম করণ করা হইয়াছে সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকা ১। দিল জিন্দা ২। আত্মা শুদ্ধি ৩। নামাজে হুজুরী এই তিনটি বিষয় হইয়াছে সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার মূল নীতি ।
যাহারা এই তিনটি বিষয়-এ দুনিয়া হইতে হাছিল করিতে পারিবে তাহারা বেঈমান হইয়া কবরে যাইবে না।
দিল জিন্দা না হইলে আত্মা শুদ্ধ হইবে না আত্ম শুদ্ধ না হইলে নামাজে হুজুরী দিল হাছিল হইবে না।
এখন চিন্তা করিয়া দেখুন এই তিনটি বিষয় হাছিল করা প্রত্যেক নর-নারীদের জন্য জরুরী প্রয়োজন। যদি না করেন, তাহলে ঈমান নিয়া কবরে যাওয়া সম্ভব হইবে না ।
বর্তমানে সত্যিকারে ঈমান নিয়া কবরে যাইতে ইচ্ছা করেন, তবে শিঘ্রই সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার ইমামের সুযোগ্য খলীফা হযরত শাহ্ সুফী কামালউদ্দীন আহম্মদ হুজুর কেবলাজান এর শরণাপন্ন হইয়া দিল জিন্দা, আত্মা শুদ্ধি, নামাজে হুজুরী দিল হাছিল করুন, তবেই ঈমান নিয়া কবরে যাওয়া সম্ভব হইবে। এ কথা প্রচার করেন সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার জাকেরবৃন্দ।
পীরানেপীর দস্তগীর সুলতানুল মাশায়েখ, সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার ইমাম, জামানার মোজাদ্দেদ হযরত মাওঃ শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মদ (রহঃ) এর স্বরণে এবং মোজাদ্দেদীয়া তরিকার ইমাম মুজাদ্দেদ আলফেছানী শেখ আহম্মদ ফারুকী ছেরহিন্দী (রহঃ) এর স্বরণে বিশ্ব মানবজাতির শান্তির সমাবেশে বিশ্বের তামাম আম্বিয়া-আওলিয়া, মোমেন-মোমেনা ও সমগ্র মৃতের রূহের ছওয়াব রেছানীর উদ্দেশ্যে এবং বিশ্ব মানবজাতির শান্তির জন্য দোয়া আয়োজন করা হইয়াছে ।
বিশ্ব মানবজাতির শান্তির সমাবেশ
قَدْأَفْلَحَ مَنْ تَزَ كَيَّ- وَذَكَرَ اسْمَ رَبِةٍ فَصَلَيٌّ অর্থ ঃ তারাই সফলকাম হয়েছে, যারা (আত্মিক) পবিত্র অর্জন করেছে।
অন্তরকে প্রভুর স্মরণে নিমগ্ন রেখেছে এবং হুজুরী দিলে নামাজ আদায় করেছে। (সুরা আ’লা-১৪ ও ১৫ নং আয়াত) لَاتَّطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا
অর্থ : যাদের দিল আমার জিকির হইতে গাফিল। তাদেরকে মানিওনা বা অনুসরণ করিওনা। (সুরা কাফ ২৮ নং আয়াত) اَلاَ اِنَّ اَوْلِيَاءَ اللهُ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَاهُمْ يَحْزَنُوْنَ অর্থ : সাবধান! নিশ্চই আল্লাহর অলীগণের কোন ভয় নেই এবং তারা কোন বিষয়ে চিন্তিত হইবেন না । (সুরা ইউনুছ ৬২ নং আয়াত) >إِنَّ اللهَ لَا يُنظر الى صوريكُمْ وَأَمْوَلِكُمْ وَلَكِنْ يَنظُرُ إِلى قُلُو بِكُمْ وَانِيَّا تِكُمْ অর্থ : নিশ্চই আল্লাহ তোমাদের চেহারা ও ধন-সম্পদ দেখেন না। কেবল তোমাদের অন্তর এবং নিয়তের প্রতি তাকান । (তিরমিজী, মুসনাদে আহমদ, তাবারানী, মুন্তাখাব হাদীস, পৃ: নং ৫৯৬/৫৯৭)
পীরানেপীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার ইমাম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মদ (রহঃ) চিন্তা গবেষণা করিয়া বুঝিতে পারিলেন যে এই যুগের মানুষের গুনাহ্ বেশী, হায়াত কম ।
কি কাজ বা কোন নিয়ম পালন করিলে ইসলামের পঞ্চবিনা (১) ঈমান, (২) নামাজ, (৩) রোজা, (৪) হজ্জ্ব, (৫) যাকাত শুদ্ধ ভাবে আদায় করা যায় বা ঈমান নিয়া কবরে যাইতে পারিবে, এই সম্পর্কে কুরআন হাদিস এজমা কিয়াস পর্যালোচনা করিয়া মানব জাতির মুক্তির পথ বাহির করিয়া গিয়াছেন।
এই নিয়ম ও পদ্ধতির নাম করণ করা হইয়াছে সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকা, ১। দিল জিন্দা ২। আত্মা শুদ্ধি ৩। নামাজে হুজুরী এই তিনটি বিষয় হইয়াছে সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার মূল নীতি ।
যাহারা এই তিনটি বিষয়-এ দুনিয়া হইতে হাছিল করিতে পারিবে তাহারা বেঈমান হইয়া কবরে যাইবে না। দিল জিন্দা না হইলে আত্মা শুদ্ধ হইবে না আত্ম শুদ্ধ না হইলে নামাজে হুজুরী দিল হাছিল হইবে না।
এখন চিন্তা করিয়া দেখুন এই তিনটি বিষয় হাছিল করা প্রত্যেক নর-নারীদের জন্য জরুরী প্রয়োজন। যদি না করেন, তাহলে ঈমান নিয়া কবরে যাওয়া সম্ভব হইবে না ।
বর্তমানে সত্যিকারে ঈমান নিয়া কবরে যাইতে ইচ্ছা করেন, তবে শিঘ্রই সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার ইমামের সুযোগ্য খলীফা হযরত শাহ্ সুফী কামালউদ্দীন আহম্মদ হুজুর কেবলাজান এর শরণাপন্ন হইয়া দিল জিন্দা, আত্মা শুদ্ধি, নামাজে হুজুরী দিল হাছিল করুন, তবেই ঈমান নিয়া কবরে যাওয়া সম্ভব হইবে। সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরীকার জাকেরবৃন্দ।
পরিচিতি-অশেষ দোয়া ও ভালবাসার মহব্বত অন্তে, জানাই সালাম ।
মহান মুর্শিদ কেবলাজানের স্মরণে আজও লক্ষ লক্ষ মুরিদের চোখের পানি ঝরিতেছে। তাহারই মোহব্বতে মুর্ছাদিল জিন্দা হয়ে আল্লাহুর বন্ধুত্বে পরিণত হইয়া আসিতেছে । আজও সেই মহান মানবের তরফ হইতে রুহানী ফায়েজ মুরিদগণ লাভ করিতেছে।
সেই যুগশ্রেষ্ঠ মহা-মানব পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানীয়া মোজাদ্দেদীয়া তরিকার ইমাম জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মদ (রহঃ) কেবলাজান হুজুর তিনার মুর্শিদ হযরত মাওলানা শাহ্ সূফী খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) তিনার মুর্শিদ হযরত মাওলানা শাহ্ সৈয়দ ওয়াজেদ আলী (রহঃ) তিনার মুর্শিদ
হযরত মাওলানা শাহ্ সূফী ফাতেহ আলী (রহঃ) এর ধারাবাহিকতায় হযরত শেখ আহম্মদ ফারুকী ছেরহিন্দী মোজাদ্দেদ আল ফেসানী (রহঃ) হযরত খাজা বাহাউদ্দীন নকশবন্দী (রহঃ)
হযরত বড় পীর আবদুল কাদের জিলানী (রহঃ) হযরত খাজা মাইনদ্দীন চিশতী (রহঃ) আমাদের দয়াল নবীজী হযরত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা (সাঃ) আল আছহাব, আশারায়ে মোবাশ্বেরীন, খোলাফায়ে রাশেদীন, আহলে বায়েত, জা’মে আওলিয়া ও বিশ্বের সকল মানুষের জন্য বিশেষ দোয়া।
উক্ত দিনে বিশ্ব মানবজাতির শান্তির জন্য বিশেষ দোয়ার মজলিসে হাজির হইয়া দু’ফোটা চোখের পানি ফেলে নিস্কলংক আত্মা হওয়ার জন্য আকুতি-মিনতি করেন। হযরত শাহ্ সুফী কামালউদ্দীন আহম্মদ।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে