৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সালথায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত-DVB
“সমবায়ে গড়বো দেশ’. বৈষম্যহীন বাংলাদেশ ”এই পতিপাদ্য সামনে রেখে সালথায় সমবায় দিবস ২৪ পালিত। ফরিদপুরের সালথায় আজ (২ নভেম্বর) রোজ শনিবার বেলা ১১টায় উপজেলা হল রুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এর আগে জাতীয় সঙ্গীত এর সাথে সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একটি র্যালী উপজেলা চত্তর থেকে শুরু হয়ে সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলার শুরুর স্থানে এসে শেষ হয়।
জনাব মোহাম্মদ ইয়াকুব আলী- উপজেলা সমবায় অফিসার সালথা,ফরিদপুর এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনিছুর রহমান বালী-উপজেলা নির্বাহী অফিসার, সালথা, ফরিদপুর ।
বিশেষ অতিথির প্রতিনিধি হিসাবে ছিলেন সুমিত মজুমদার সেকেন্ড অফিসার সালথা থানা, ফরিদপুর। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এস এম ইব্রাহীম-সিনিয়র সহকারি শিক্ষক -যোগারদিয়া উচ্চ বিদ্যালয় সালথা, ফরিদপুর। আরো উপস্থিত ছিলেন সমবায়ের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় বক্তাগন বলেন সমবায় ছাড়া আমাদের উত্তলোন হওয়া সম্ভব নয়।সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বালী বলেন সমবায়ে গণতান্ত্রীক চর্চা থাকতে হবে, কর্মকর্তাগণেক সচ্ছ থাকতে হবে, মাসিক মিটিং করতে হবে তাহলে মানুষ সমবায়ের দিকে ঝুকবে।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলো যথাক্রমে সালথা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ সালথা ফরিদপুর।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে