সালথায় আ‘লীগ বিএনপির সংঘর্ষে এক যুবক নিহত অনেকেই আহত -DVB
মজিবুর রহমান সালথা সালথা-(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মেলার মধ্যে তার পূর্ব শত্রুকে পেয়ে কুপিয়ে হত্যা করলেন কয়েকজন তরুণ, জানাযায় সালথার গট্টি ইউনিয়নের ইমামবাড়ী নামে একটি স্থান রয়েছে যেখানে প্রতিবছরের নেয় এবারও মেলা বসেছিল সেখানে পূর্বের শত্রুকে পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করলেন কয়েকজন তরুণ যুবক।
জানা যায় মেলাকে কেন্দ্র করে দুই তরুণীকে সাথে নিয়ে মেলায় আশে কাশেম বেপারী, তার সাথে থাকা দুই তরুণীকে উত্ত্যক্ত করে ওই ছেলেরা তখন বাধা হয়ে দাঁড়ায় কাসেম বেপারী ও মিলন নামে দুই যুবক, তখন তাকে এলো পাথারী ভাবে কুপিয়ে জখম করেছে কয়েকজন তরুণ।
এরপর শুরু হয় আওয়ামী লীগ বিএনপি দু গ্রুপের সংঘর্ষ,প্রায় দেড় ঘন্টা আহত হয় আহত হয় দেড় শতাধিক মানুষ, খবর পেয়ে সালথা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি মেলায় এ ঘটনা ঘটে। নিহত কাশেম একই ইউনিয়নের মধ্যবালিয়া গট্টি গ্রামের গেদা ব্যাপারীর ছেলে।তারা বি এন পি সমর্থিত।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বিকেলে কাশেম ব্যাপারী ও মিলন জয়ঝাপের ইমাম বাড়ি মেলা ও নৌকা বাইচ দেখতে যান। তাদের সাথে দুই তরুণীও ছিল। মেলার ভেতরে কেনাকাটা সময় কাসেম ও মিলনের সাথে এক তরুণীকে উত্যক্ত করতে থাকেন স্থানীয় জয়ঝাপ গ্রামের মুসা মোল্লা মাদকাসক্ত ছেলে বাহাদুর মোল্লা (২৩) নামে এক তরুণ।
এ সময় কাসেম ও মিলন প্রতিবাদ করলে, বাহাদুর ক্ষিপ্ত হয়ে তার ভাইদের কে ডেকে আনে। পরে বাহাদুর ( ও তার ভাই তৈয়াব (২০) এবং সোহেলসহ (১৮) কয়েকজন তরুণ চাইনিজ কুড়াল দিয়ে কাসেম ও মিলনকে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা আহত দুই জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা কাশেমকে মৃত ঘোষনা করেন। আহত মিলনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি ওই হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
নিহত কাসেম তারা ৫ ভাই বোন তিনি সংসারের বড় ছেলে .তার মা বাবাসহ দুই সন্তান রেখে গেছেন মেয়ে জান্নাতী (৭),ছেলে কামাল (৩)। কাসেম কৃষি কাজ করতেন। আজ বিকাল ৫ঘটিকার সময় কাসেমের নামাজে জানাজা বালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং মধ্য বালিয়া গোরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর শারদীয় দুর্গাপূজার পরদিন জয়ঝাপ গ্রামের ইমাম বাড়ি মেলা বসে ও নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। শতবছর ধরে এখানে মেলার আয়োজন করা হয়।
মজিবুর রহমান সালথা সালথা-(ফরিদপুর) প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে