চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ফরিদপুরে মৃত্যুদাবীর চেক প্রদান
গত ০৩/১০/২৪ রোজ বৃহস্প্রতিবার চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ ফরিদপুুর সেলস এর সারোয়ার এজেন্সী এর সম্মানীত বীমা গ্রাহক জনাব রাসেল বেপারী বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
জনাব রাসেল বেপারী এর মৃত্যুতে মৃত্যুদাবী বাবদ ১ টি পলিসির অনুকূলে মোট ১,২০,০০০/- ( এক লক্ষ বিশ হাজার) টাকার চেক গ্রাহকের গ্রামের বাড়ি ফরিদপুর এ তার মনোনীতক তার স্ত্রী জনাবা শিউলী আক্তারি এর হাতে তুলে দেন চার্টার্ড লাইফ। চেক হস্তান্তর করেন কোম্পানীর এজেন্সী ডিরেক্টর জনাব মোঃ মুত্তাকীন ইসলাম মুক্তা।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীর পিওএস এন্ড ক্ল্যাইমস ডিপার্টমেন্ট এর প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ কামরুজ্জামান, কোম্পানীর বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মাহমুদুল হক।কোম্পানীর ফরিদপুর সেলস অফিস এর এএসএম মো: মোশারফ হোসেন এবং ব্রাঞ্চ ম্যানেজার সারোয়ার প্রামানিক, ইউনিক ম্যানেজার দেলোয়ার মিয়া, আরিফা আক্তার ফিন্যান্সিয়াল এসোসিয়েট পারভীন বেগম, মুহিত সহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ দ্রুততার সঙ্গে তার সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ।
উল্লেখ্য যে, সম্মানীত বীমা গ্রাহক জনাব রাসেল বেপারী ১ টি মাত্র প্রিমিয়াম বাবদ মাত্র ১৩,০৪৮/- (তের হাজার আটচল্লিশ) টাকা জমা করে পলিসি গ্রহণ করার মাত্র দুই দিন (০২) পর বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন এবং উক্ত বীমাদাবী লাভ করেন।
এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ চার্টার্ড লাইফের দ্রুততম বীমা দাবি পরিশোধ করায় তারা আনন্দিত। এত অল্প সময়ে তারা মাত্র ১ কিস্তি দিয়ে টাকা পাবে বিশ্বাস করতে পারে নাই।
চার্টার্ড লাইফ ডিজিটাল বীমা সেবার মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে তাদের বীমা সেবা দিয়ে যাচ্ছে। ফরিদপুরের মানুষ চার্টার্ড লাইফ ইন্সুরেন্স কে ধন্যবাদ জানিয়েছেন।
ফরিদপুর প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে