আলাফাডাঙ্গায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা উদ্বোধন-DVB


প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় ফরিদপুরের আলাফাডাঙ্গা উপজেলায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় অফিস চত্তরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতা এ মেলার উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জাতীয়ভাবে এ মেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমপি।
উদ্বোধন শেষে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন।উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন’র সভাপতিত্বে ও উক্ত অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন ভেটেরিনারি সার্জন ডাঃ মো শওকত আলী।
এর অনুষ্ঠানে বিশেষ অতিথির উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন,পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা, সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার,উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম সুজা,
মেলায় ৪১ স্টলে গবাধি পশু , ঘোড়া, হাঁস মুরগী, কবুতর, ছাগল, ভেড়া,বিভিন্ন প্রকার পাখি নিয়ে খামারীরা অংশ নেন।এদের মধ্যে ১ম, ২য়,৩য় মোট ২২ জনকে পুরুষ্কার দেওয়া হয়।
আলফাডাঙ্গা প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.