সালথায় টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম –পণ্য পায়নি কার্ডধারীগণ-DVB


ফরিদপুরের সালথায় রমজান উপলক্ষে সোনাপুর ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। টিসিবি পণ্য বিক্রিতে অনিয়ম হয়েছে বলে জানান অনেক কার্ডধারীগণ।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) সোনাপুর ইউনিয়ন পরিষদে সকাল ৯ ঘটিকায় পণ্য বিক্রি শুরু হলে কিছু সংখ্যক লোক সব পণ্য পেলেও কিছুক্ষণ পরেই বলা হয় পণ্য আর নেই। পরে বেলা ২টার দিকে পরিষদে থাকা কিছু লোকজন সহ বাহির থেকে (মোটর সাইকেলে )আসা কিছু লোকজন টিসিবির পণ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়।
আর কার্ডধারীদের বলা হয় শুধু চাল আছে নিলে নিতে পারে না নিলে চলে যান। নাম প্রকাশে অনচ্ছিুক ৫/৬জন টিসিবি পণ্য কার্ডধারী লোকজন বলেন আমরা পণ্য পায়নি।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের সচিবের কাছ জানতে চাইলে জানান আমার জানামতে হয়ত দু-একজন পন্য পায়নি. রমজানরে কারনে ৪টার পরির্বতে ২টায় পণ্য দেওয়া বন্ধ করা হয়েছে। পণ্যর মধ্যে খেজুর থাকার কথা আমরা খেজুর পায়নি।
প্যানেল চেয়ারম্যান পুস্প বেগম জানান হয়তবা দু-একজন পণ্য পায়নি তাছাড়া সবাই পেয়েছে ,আজ পণ্য বিক্রির সময় কোন ট্যাগ অফিসার উপস্থিত ছিলেননা। সালথা উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বালী জানান আমাদের ট্যাগ অফিসার পণ্য দেওয়ার সময় উপস্থিত থাকেন যদি কোন অনিয়ম হয় তাহলে আমরা অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নিবো।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেব (৭ মার্চ) থেকে ভর্তুকি মূল্যে মার্চ মাসের পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পবিত্র রমজান উপলক্ষে এবারের পণ্য তালিকায় সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও চালের সঙ্গে যুক্ত করা হয়েছে খেজুর।
দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের-পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে উল্লেখ করে এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে টিসিবি।
বিজ্ঞপ্তিতে চিনি দাম ৩০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করেছিল টিসিবি। কিন্তু দাম বৃদ্ধির একদিন পর তা প্রত্যাহার করে নেয় টিসিবি। আর দাম কেজিতে ৭০ টাকাই বহাল রাখা হয়েছে।
একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল এক কেজি চিনি ও এক কেজি খেজুর কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা ও মসুর ডাল ৬০ টাকা, খেজুর ১৫০ টাকা ও চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি।
উল্লেখ্য উক্ত পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্লাা দেশের বাহিরে থাকার জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.