জুয়ার জোয়ারে ভাসছে ইলিশা, নিঃস্ব শতাধিক পরিবার-DVB


জুয়ার জোয়ারে নিস্ব হয়ে পখে বসতে শুরু করেছেন ইলিশা বেম কটি ছোটবড় পরিবার। ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৭নং ওয়ার্ডের কসুরী স্কুল সংলগ্ম জাহের মিয়ার দোকানে দিনে-রাতে চলছে জুয়ার আসর।
স্থানীয় প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় জাহের মিয়া কন্ঠাক চুক্তিতে চালাচ্ছেন এসব জুয়া। এতে ধ্বংস হচ্ছে যুব সমাজ অন্যদিকে জুয়ারীদের সংসারে চলে অশান্তি। নিঝুম বেড়িবাঁধ এলাকা হওয়া ভোলা সদরসহ বিভিন্ন এলাকার জুয়ারীরা এসে জাহের মিয়াকে কে ভাড়া দিয়ে লাখ লাখ টাকার জুয়ার আসর বসাচ্ছেন।
সরজমিন ৭নং ওয়ার্ডে গতকাল রাত সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, হেজু, সাকিল, জাহের মিয়ার নেতৃত্বে দুইটি জুয়ার আসরে খেলা হচ্ছে।
সাংবাদিক দেখে দৌড়ে পালিয়ে গেছে জুয়ারীরা তবে জুয়ার আসর চলছে এমন খবর ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফাকে জানালে তিনি অসুস্থ্য তাই যেতে পারবে না বলে জানিয়েছেন।
এদিকে স্থানীয় এক শিক্ষক জানান, এখানে রাতদিন জুয়া খেলা চলে। কেউ ডাক দেওয়ার নাই। তিনি আরো জানান, জুয়ার কোর্টে টাকা হারিয়ে বাড়ীতে গিয়ে বউয়ের সাথে মারধর করে। এতে অশান্তি শুরু হয় সংসারে ।
পূর্ব ইলিশা ৭নং ওয়ার্ডের এ জুয়ার আসর বন্ধে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।
শফিক খাঁন, ভোলা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.