আলফাডাঙ্গায় টাকা আত্মসাৎ এ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মানব বন্ধন-DVB


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।গত ১৮ ফেব্রুয়ারি( রবিবার) বুড়াইচ ইউনিয়নে বারাংকুলা জে,এস,ডি, মাদ্রাসার সুপারের এমএ শহীদ মিয়া এর বিরুদ্ধে করণাকালীন উপবৃত্তির টাকা আত্মসাৎ অভিযোগে এক মানব বন্ধন পালিত হয় ।
ছাত্র ছাত্রী ও ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান এবং আসাদুজ্জামান অভিযোগ করে বলেন, মাদ্রাসার সুপার করণাকালীন প্রোনদনা উপবৃত্তির সরকারি পাঁচ লক্ষ টাকার দরিদ্র ও অসহায় এর মধ্যে বরাদ্দ আসে। ২০ জনকে
৫০০০ টাকা করে দেওয়ার কথা থাকলে ১০ জনের স্বাক্ষর নিয়ে দেওয়ার হয় ২০০০ টাকা এবং আরো ৫ জন ছাত্র-ছাত্রীদের কে ২৫০০ করে টাকা বন্টন করেন। শিক্ষকদের ৮০০০ টাকা বরাদ্দ থাকলে দেওয়া হয় ৫০০০ টাকা। ঐ সুপার বিরুদ্ধে বিভিন্ন সময় দূর্নীতি অনিয়ম অভিযোগ উঠলে কোন শক্তি বলে রেহায় পেয়ে যায় বোধগম্য হয় না।
তারা আরো অভিযোগ করে বলেন, মাদ্রাসার সুপারের হাত থেকে ৭ ম শ্রেনী একজন প্রতিবন্ধী মেয়ে রেহায় পাইনি।মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মশিউর রহমান বলেন,বরাদ্দ টাকা দিয়ে নামমাত্র বই খাতা,১০ টি হোয়াইট বোড এর মধ্যে ৪ টা কিনেছে।
মাদ্রাসার সুপার অবৈধ পন্থায় কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই। মাদ্রাসার লাইব্রেরী থেকে বইগুলা অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। তিনি বলেন টাকা চোর দুর্নীতিবাজ শহীদের বিচার চাই।
ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং এলাকাবাসী দুর্নীতিবাজ সুপার এমএ শহীদ মিয়া এর বিরুদ্ধে ছাত্র ন্যায় বিচারের লক্ষে মানববন্ধন করেন। উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন কে অফিসিয়াল মুঠোফোনে কলদিলে কল রিসিভ করেননি।
আরিফুজ্জামান চাকলাদার
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.