সালথা উপজেলার যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন-DVB
ফরিদপুর জেলা সালথা উপজেলার সোনাপুর উইনিয়নের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২০২৪ উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার (৯ই ফেব্রুয়ারী-২৪) সকাল ৯টায় অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র বিদ্যলয়ের সভাপতি মোঃ হাকিম মোল্যা।
এ পর ব্যাচ পরিধানের পর্ব শেষ ও অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে শুরু হয় এবং গীতা পাঠ করা হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি ও অন্যান্য ব্যক্তিবর্গগণ জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তলোন করেন এবং সভাপতি সাহেব ক্রীড়া পরিচালনার অনুমতি প্রদান করেন। মশাল দৌড় এর মাধ্যমে প্রতিযোগিতার শুরু হয় ,সর্বপ্রথম বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীগন মনোজ্ঞ কুচকাওয়াজ পরিবেশন করে ও কিশরীগণ সুচনা সংগীতে অংশ নেয়।
যোগারদিয়া উচ্চ বিদ্যলয়ের সভাপতি মোঃ হাকিম মোল্যার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা যুবলীগ নেতা মোঃ সোহেল রানা ফরহাদ মোল্লা,সালথা উপজেলা কৃষকলীগের সাঃ সম্পাদক মোঃ আমীন খন্দকার, (সদস্য অত্র বিঃ) সোনাপুর সরকারি প্রাঃবিঃ এর সভাপতি- মোঃজাফর মাতুব্বর, সাংবাদিক মোঃ মোশাররফ মাসুদ।
এবং সাধারণ সম্পাদক মুক্কিযোদ্ধা সন্তান কমান্ড-মোঃ কামরুল ইসলাম, সালথা,ফরিদপুর। দাতা সদস্য অত্র বিদ্যালয়- আঃ হক মোল্লা প্রমূখ। এ ছাড়া অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সঞ্জয় কুমারদাস ও অত্র বিদ্যালয়ের শিক্ষক.শিক্ষিকাসহ আশে পাশের বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ ইব্রাহীম সার্বিক সহোযোগীতায় ছিলেন মোঃ সোহেল রানা ফরহাদসহ সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। ধারা বর্ণনায় ছিলেন নগরকান্দা থেকে আগত মোঃ শাহিন রাজা।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে