ফরিদপুরে একসঙ্গে গৃহবধূর চার পুত্রসন্তানের জন্মদান
The birth of four sons of housewives together in Faridpur
A housewife named Baisakhi Roy (23) gave birth to four sons together in Faridpur. The housewife gave birth to four children naturally at Bangabandhu Sheikh Mujib Medical College Hospital in Faridpur around 4:30 pm on Friday (January 12).
ফরিদপুরে একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বৈশাখী রায় (২৩) নামের এক গৃহবধূ। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তানের জন্ম দেন ঐ গৃহিনী।
শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে শিশুদের বাবা রাজবাড়ীর বাসিন্দা রাজন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার সহধর্মিণী বৈশাখী রায় ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা মদন রায়ের মেয়ে।
২০১৯ সালে বৈশাখীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পাশের রাজবাড়ী শহরের ভাজনচালা এলাকার বাসিন্দা ভোলানাথ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাসের (২৬) সঙ্গে। রাজন বিশ্বাস পেশায় একজন মুদি ব্যবসায়ী। রাজন-বৈশাখী দম্পতির এবারই প্রথম সন্তান হলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, প্রসূতি মা বেশ রুগ্ণ ছিলেন। গর্ভে চারটি শিশু ধারণ করার মত শক্তি তার ছিল না। গর্ভধারণের ২৮ সপ্তাহে আজ বাচ্চাগুলো জন্ম নিয়েছে। প্রতিটি বাচ্চার ওজন ৮০০ থেকে ৯০০ গ্রাম। মায়ের শরীর ভালো থাকলেও দুটি শিশুর অবস্থা খারাপ। এজন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
শিশুদের বাবা রাজন বিশ্বাস বলেন, একসঙ্গে চার সন্তানের বাবা হতে পেরে আমি আনন্দে আপ্লুত। তবে দুটি শিশুর চোখ এখনো ফোটেনি। এটা একটি চিন্তার বিষয়। এজন্য তাদেরকে ঢাকা নিয়ে যেতে বলছে। যদি চারজন বাচ্চাকে নিয়ে সুস্থভাবে বাড়িতে ফিরে আসতে পারি সেটা আমার জন্য হবে পরম সৌভাগ্যের বিষয় এবং সৃষ্টিকর্তার অপার দান।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.
কবিতা: অনুতপ্ত হতে হবে