আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত
আওয়ামী লীগ মনোনীত প্রাথী কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল–১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের নোনাপুকুরপাড় গ্রামে ৬নং ওয়ার্ডের সভাপতি মো. কবির আকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র ধাররাবাহিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুগ্ম সম্পাদক ফয়জুল সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।
জগদীশ মন্ডল আগৈলঝাড়া উপজেলা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.