আসব না ফিরে আর- ইসমাইল হোসেন ফরিদ


আসব না ফিরে আর– ইসমাইল হোসেন ফরিদ
[ ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের পর ]
লেখকঃ–
ইসমাইল হোসেন ফরিদ
সিনিয়র শিক্ষক
ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
আসব না ফিরে আর
তোমাদের মাঝে,
পাবেনা আমাকে তোমরা
আর কোনো কাজে।
দ্রুত পায়ে চলতে মোকে
দেখবে না আর,
মনে রাখতে একই কথা
বলব না বারবার।
ভালো রাখতে প্রতিষ্ঠানকে
ঘামাব না মাথা,
ক্ষণে ক্ষণে শুনবেনা আর
আমার মর্মকথা।
দেখবে না ছুটছি আমি
সারা দিনভর,
শুনতে পাবে না আর
আমার কণ্ঠস্বর।
অন্যায়ের গালে কেউ
না মারলে চড়,
আসব না আমি তুলতে
চায়ের কাপে ঝড়।
কারো ভুল ধরে আমি
করব না আর ভুল,
ঘটাব না আমি আর
কোনো হুলস্থুল।
প্রয়োজনে প্রতিষ্ঠানে
যদি কখনো আসি,
দেখতে পাবে না আর
আমার সেই হাসি।
সবকিছু থেমে যাবে
আসবে নীরবতা,
হৃদয় গহীনে ভাসবে
তোমাদের স্মৃতিকথা।
মোর কাছে শিখে থাকলে
শুধু একটিও বর্ণ,
অকপটে স্বীকার করতে
কোরো না কার্পণ্য।
আনমনা হয়ে যদি
দেখো পথ চলিতে,
বুঝে নিও তোমাদেরকে
পারিনি ভুলিতে।
তোমাদের মনে থাকলে
কোনো ব্যাথা জমা,
নিজগুণে মোকে তোমরা
করে দিও ক্ষমা।
নিজগুণে মোকে তোমরা
করে দিও ক্ষমা।
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.