শেরপুর জেলায় মাননীয় নির্বাচন কমিশনার আগমন ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময়


সম্মানিত নির্বাচন কমিশনার মোঃ আলমগীর মহোদয় শেরপুর জেলায় তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী সার্কিট হাউজে উপস্থিত হলে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
পর শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় ইসি মোঃ আলমগীর।
সভায় প্রধান অতিথি মহোদয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম মহোদয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সপুার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ।
ও আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, জেলার পাঁচ থানার অফিসার ইনচার্জগণ সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদা অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসডি সোহেল রানা
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.