মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার ৩নং ওয়ার্ড সদস্য ছয় ১৮০ দিন অনুপস্থিত


মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ নজরুল ইসলাম ছয় মাসের অধিক সময় পরিষদে অনুপস্থিত।
ইউপি সুত্রে জানা যায় ২০২১ সনের ১১নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঘড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়। মোঃ নজরুল ইসলাম নির্বাচনের দুই মাস পর সৌদি আরব চলে যান। কয়েক মাস পরে ফিরে আসেন। এরপর আবার চলে যান আজ অবধি প্রবাসেই অবস্থান করিতেছেন।
মেম্বার নজরুল ইসলামের ছুটির বিষয়ে জানতে চাইলে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, ছুটির বিষয়ে এই মূহুর্তে আমার জানা নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেন।
বাঘড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আল নাসের তানজিল বলেন, আপনি পরিষদ সচিবের সাথে কথা বলেন। বাঘড়া ইউনিয়ন পরিষদ সচিব অরুপ নারায়ন দত্ত বলেন, প্রথমবার তিনি যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে ছুটি নিয়ে ছিলেন।
চলতি বছরের মে মাসের শেষ সাপ্তাহ থেকে তিনি পরিষদে অনুপস্থিত। কোনো প্রকার ছুটির কাগজপত্র তিনি জমা দেন নাই।
এই বিষয়ে তাহার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জানতে চাইলে চেয়ারম্যান আবু আল নাসের তানজিল বলেন ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি আইনি ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।
নিজস্ব প্রতিবেদক
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.