বায়তুল জান্নাত মসজিদ কমপ্লেক্স হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুরের সালথার উজিরপুরে আলহাজ্ব অধ্যাপক মোঃ নজরুল ইসলাম পরিচালিত ও প্রতিষ্ঠিত বায়তুল জান্নাত মসজিদ কমপ্লেক্স হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহঃবার (২৩ই নভেম্বর) ২০২৩ ঐতিহ্যবাহী বায়তুল জান্নাত মসজিদ কমপ্লেক্স হাফেজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল আয়োজন করা হয়।
হযরত মাওলানা আবুল হাসান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী।
বিশেষ বক্তা হাফেজ হযরত মাওলানা জুলফিকার আলী (কুষ্টিয়া),হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদী (নগরকান্দা ফরিদপুর),মুফতি মাওলানা ফজলুর রহমান (ফরিদপুর)।
ওয়াজ মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলো আদর্শ সমাজ কল্যাণ পরিষদ ধুলজোড়া মালিখালী ও অত্র মাদ্রাসার শিক্ষক ছাত্র অভিবাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলহাজ্ব অধ্যাপক মোঃ নজরুল ইসলাম (পরিচালক প্রতিষ্ঠাতা) তিনি বলেন তার মায়ের দানকৃত ময়দানে মরহুম রুপজান বেগমের স্বপ্ন পুরনে মাদ্রাসাটি আধুনিক মানের করে গড়ে তুলেছেন । এবং যুগপোযুগী শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
গরীব ও অসহায় ছাত্রদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছেন। সকলের কাছে মাদ্রাসার জন্য দোয়া সু-পরামর্শ কামনা করেন।
মুজিবুর রহমান সালথা ফরিদপুর প্রতিনিধি
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.