বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে সালথা যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ
সারাদেশে বিএনপি-জামাতের ডাকা হরতাল অবরোধের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল করেছে যুবলীগের নেতৃবৃন্দ।
বুধবার (৮ নভেম্বর) বিকালে বিক্ষোভ মিছিলটি সালথা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে সদর বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খায়রুজ্জামান বাবু সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, সাব্বির হোসেন, ওয়াহিদুজ্জামান ওহিদ, পিয়ার আলী মুন্সী, মুঞ্জুরুল ইসলাম, মারকুজ শেখ, মুরাদ মোল্যা, সিয়াম হোসেনসহ যুবলীগের কয়েকশত নেতাকর্মী।
এসময় নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপি ও কোনো অপশক্তির নেই। বিএনপির ডাকা হরতাল-অবরোধ মানি না মানবো না।
মুজিবুর রহমান সালথা প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.