নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে নিজেরা সক্রিয় ভাবে পড়বে,শিখবে-ইউএনও সালথা
ফরিদপুরের সালথা উপজেলার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নের উদ্দেশ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টায় সাড়ুকদিয়া স্কুলের হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠত হয়। সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।
এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বৈদ্য, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস,সালথা থানার এস আই পরিমল কুমার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য,ইব্রাহিম হোসেন,হাদিস মিয়া,ইলিয়াস মাতুব্বর, ওয়াহিদ মোল্যা অভিভাবক সদস্য সাহিদুল আলম সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, বলা হচ্ছে – পড়াশুনা নেই,পরীক্ষা নেই,শিক্ষার্থীরা কিছু শিখছে না।এটি মিথ্যাচার। মানুষকে বিভ্রান্ত করবার জন্য এসব বলা হচ্ছে। এখন আগের চেয়ে অনেক বেশী পড়বে, নিজেরা সক্রিয় ভাবে পড়বে,শিখবে।
গ্রুপ ওয়ার্ক করে আবার তা নিজেরাই উপস্থাপন করবে।শুধু জ্ঞান নয়,দক্ষতাও অর্জন করবে।আর মূল্যায়ন হবে প্রতিটি কাজের। আবার মাসিক মূল্যায়ন এবং বার্ষিক মূল্যায়নও হবে। অপনার ছেলে কোথায় যায় কি করে খোজ রাখতে হবে।
আসুন, আমরা সবাই মিলে আমাদের সন্তানদের সুখী- সমৃদ্ধ ও নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য ঐক্যবদ্বভাবে কাজ করি- নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখি।
মুজিবুর রহমান-সালথা(ফরিদপুর)প্রতিনিধি:
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.