ফরিদপুরের নগরকান্দায় অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই


আজ ফরিদপুরের নগরকান্দায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৫ টি দোকান ঘর। সোমবার (৩০ অক্টোবর) ভোর ৪ টায় উপজেলার বিনোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকানের সম্পূর্ণ মালামাল এবং মালিকের দোকান ঘর ভস্মীভূত হয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ৪ টার দিকে বিনোকদিয়া বাজারের কুটি মিয়া মার্কেটের একটি দোকানের পেছনে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আরও চার টি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে নগরকান্দা থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পরিতোষের ফার্নিচারের দোকান,সাইফুল ইসলামের ডেকোরেটর, অলিম্পিক বিস্কুটের ডিলার নাজমুল হাসান টনির দোকান,বিস্কুট কোম্পানির ডিলার সুশান্তর দোকান এবং হক বিস্কুট ও জুসের ডিলার বায়েজিদ এর দোকান আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
এদিকে কুটি মিয়া মার্কেটের স্বত্বাধিকারী মশিউর রহমান মশি জানান, এই অগ্নিকাণ্ডে আমাদের মার্কেটের ৫ টি দোকানের সম্পূর্ণ মালামাল এবং মার্কেটের দোকান ঘর ভস্মীভূত হয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন
দৈনিক ভোরের বার্তা
About Author
Leave a reply
You must be logged in to post a comment.